তারা আনুষ্ঠানিকভাবে ২৩ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন। এমনকি বিচ্ছেদের ধাক্কা সামলে নতুন সংসারও পেতেছেন টুটুল। যুক্তরাষ্ট্র প্রবাসী শারমিন সিরাজ সোনিয়ার সঙ্গে ফের বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন টুটুল। এ খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
[wpcc-iframe src=”https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fda.real.mahi%2Fposts%2Fpfbid07sP4K5vVQ4uTgiaiqxEwM7cGC5T3q3yXDRQEj7kecF8yk7mYiqXhybYvtdd2aLrwl&show_text=true&width=500″ width=”500″ height=”635″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share”]
তানিয়া-টুটুলের সংসার ভাঙার খবরে ব্যথিত হয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। নববধূ সোনিয়ার সঙ্গে তোলা টুটুলের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। তার ভাষায়—‘তানিয়া আপু, বুকটা হুহু করে উঠলো। তবু যার যেখানে শান্তি মেলে তার ঠাঁই সেখানেই হোক। শুভকামনা।’
চলতি মাসে যুক্তরাষ্ট্র প্রবাসী উপস্থাপক শারমিন সিরাজ সোনিয়াকে বিয়ে করেছেন টুটুল। সোনিয়ারও এটি দ্বিতীয় বিয়ে। দেশের বেশ কিছু টিভি অনুষ্ঠান সঞ্চালনা করেছেন সোনিয়া। তারপর আমেরিকায় গিয়ে স্থায়ী হলে উপস্থাপনার পাশাপাশি সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত হন তিনি।