পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার নিজেই টুইট করে এই কথা জানিয়েছেন। এর ফলে পাকিস্তানের কোনো ক্রীড়াবিদকে নিয়ে এই প্রথম কোনো বিদেশি চলচ্চিত্র তৈরি হতে চলেছে।
ছবির একটি ক্লিপ এবং পোস্টার শোয়েব ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। এরপর একটি প্রশ্নোত্তর পর্বও আয়োজন করেন তিনি। ক্রিকেটজীবনে তাকে যে নামে ডাকা হত, ছবির নামও তাই-ই রাখা হয়েছে। শোয়েবের বায়োপিকের নাম হবে ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেইনস্ট অল অডস’।
বায়োপিকে শোয়েবের জীবনের অনেক অজানা দিক উঠে আসবে বলে জানানো হয়েছে। তবে তার জীবনের এবং পাকিস্তানের ক্রিকেটে তৈরি হওয়া বিতর্কের হদিস মিলবে কি না, তা জানা যায়নি।
এই ছবির পরিচালক মোহাম্মদ ফরাজ কায়জার। কিউ প্রোডাকশন্স ফিল্মস নামে একটি সংস্থা ছবির প্রযোজনা করছে। সব ঠিকঠাক থাকলে ২০২৩ সালের ১৬ নভেম্বর ছবি মুক্তি পাবে। তবে শোয়েবের চরিত্রে কে অভিনয় করবেন বা সঙ্গে কারা থাকবেন তা কিছুই জানানো হয়নি।
শোয়েবের আপলোড করা ২৫ সেকেন্ডের মোশন টিজারে কিছুই বোঝা যায়নি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘একটা সুন্দর যাত্রা শুরু হতে চলেছে। আমার গল্প, আমার জীবন, আমার বায়োপিক, ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস, রানিং এগেনস্ট অল অডস’-এর ব্যাপারে ঘোষণা করতে চলেছি।’
শোয়েব আরো লেখেন, ‘আগে কোনোদিন এমন অভিজ্ঞতা হয়নি। পাকিস্তানের কোনো ক্রীড়াবিদকে নিয়ে প্রথম বিদেশি ছবি। ইতি, আপনাদের বিতর্কিত মানুষ, শোয়েব আখতার।’
আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে জোরে বল করার রেকর্ড এখনো রয়েছে শোয়েবের নামের পাশে। ১৯৯৭ সালে অভিষেকের পর থেকে আর ঘুরে তাকাতে হয়নি তালে। পরবর্তীতে নিজেকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।