ছবি: সংগৃহীত

জানা গেছে, কৃষ্ণ সাগরের মধ্য দিয়ে ইউক্রেনের শস্য রফতানি পুনরায় শুরু করার লক্ষ্যে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে এরদোগান এবং পুতিন তেহরানে মিলিত হবেন। এছাড়াও কিছুদিন আগে উত্তর সিরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। মস্কো এই অভিযানের বিরোধিতা করে আসছে। এ নিয়েও বৈঠকে তারা আলোচনা করবেন বলে বিশ্লেষকদের ধারণা।

আরো পড়ুন: 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র তুর্কি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জাজিরা জানিয়েছে, পুতিনের সঙ্গে আলোচনায় শস্য, সিরিয়া এবং ইউক্রেনের ওপর ফোকাস করা হবে। আলোচনায় শস্য রফতানির সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

রাশিয়া, ইউক্রেন, তুরস্ক এবং জাতিসংঘ এই সপ্তাহের শেষের দিকে কৃষ্ণ সাগর পেরিয়ে ইউক্রেন থেকে শস্যের শিপিং পুনরায় শুরু করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করবে বলে আশা করা হচ্ছে।