স্টাফ রিপোর্টার : গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখ ‘হুজুরের লক্ষ টাকায় চুক্তি ও মাদ্রাসার বাচ্চাদের সারা দিনের ভোগান্তি’ শিরোনামে দৈনিক ‘দর্পণ প্রতিদিন’ এ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের নামে একটি নিউজ ছাপা হয়। ওই নিউজে তুলে ধরা হয় কিভাবে ওয়াজ মাহফিলের টাকা সংগ্রহের জন্য মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় অধ্যয়নরত ছোট বাচ্চাদের দিয়ে সারাদিন রাস্তায়, গাড়িতে, ও দোকানে ভিক্ষা করিয়ে ওয়াজ মাহফিলের টাকা জোগাড় করছেন। এমনকি ছোট বাচ্চারা এই কাজে যেতে না চাইলে মাদ্রাসার হুজররা তাদের খাবার বন্ধ করে দেন ও মারধর করেন।
এ বিষয়গুলো যেন আইনশৃঙ্খলা বাহিনী নজরে নিয়ে মাদ্রাসার হুজুরদের ওয়াজ মাহফিলের বাণিজ্য বন্ধ করতে পদক্ষেপ নেয় এবং দেশের সচেতন নাগরিক এই অনৈতিক ওয়াজ মাহফিলের বিরুদ্ধে সোচ্চার হোন। বস্তুত এই নিউজেই ক্ষুদ্ধ হয়ে ২২ ডিসেম্বর ২০২২ইং মতিঝিল থানাধীন ৯২নং আরামবাগ রাস্তার ওপর অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি সম্পাদক ও প্রকাশক মোঃ সাজেদুর রহমান চৌধুরীকে পত্রিকার প্রেস হতে সন্ধ্যা ৬.১৫ মিনিটে আসার সময় প্রতিমধ্যে এই নিউজ করার অপরাধে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে মারতে আসে ও সপরিবারে হত্যার হুমকি দেয়। সম্পাদকের চিৎকারে তার সহকারী মোঃ শাহ আলম হাওলাদার এগিয়ে আসলে অজ্ঞাতনামা ব্যক্তিরা চলে যায়। পরবর্তীতে সম্পাদক ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তিদের দ্বারা হত্যার হুমকির ঘটনা জানিয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। যার সাধারণ ডায়েরি নং-১৪৬৪, তাং-২৩/১২/২০২২ইং, থানা-মতিঝিল, ঢাকা। ভুক্তভোগীর ধারণা হুজুর টাইপের লোকেরা নিজেরা অথবা তাদের প্রেরিত সন্ত্রাসী দ্বারা তার ওপর হামলা ও হত্যার হুমকি দেয়।