দর্পণ ডেস্ক : দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের নায়ক শাকিব খান। বুধবার দুপুর ১২টা ৩৮ মিনিতে দেশের মাটিতে পা রাখেন। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মুখোমুখি হোন এ অভিনেতা। গণমাধ্যমকর্মীরাও তাকে শুভেচ্ছা জানান। পাশেই শত শত ভক্তের উপস্থিতিতে মুগ্ধ হন এই নায়ক। সবার দিকে তাকিয়ে বললেন, ‘এই ৯ মাস ভক্তদের ভালোবাসা মিস করেছি। এই ভালোবাসা উপেক্ষা করা যায় না।’
দীর্ঘদিন পর দেশে ফেরার পর শাকিব বলেন, ‘এটা আমারই দেশ। আমি আমার দেশের মানুষের ভালোবাসায় মুগ্ধ, অভিভূত।’ শাকিব খানকে বহির্গমন পথ থেকে বের হতে দেখেই ভক্তরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতির কারণে আগে থেকে প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শাকিবকে বরণ করতে সকাল থেকে বিমানবন্দর এলাকায় ভিড় জমতে শুরু করে। সমবেত হতে শুরু করেন ভক্তরা।
দুপুর সোয়া ২টা পর্যন্ত শাকিব খান বিমানবন্দরেই অবস্থান করেন। এর আগে ধাপে ধাপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। দূর থেকে সমবেত ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।
বিমানবন্দর এলাকায় দেখা যায়, কয়েক হাজার ভক্ত সেখানে সমবেত হয়েছেন। এর আগে শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিল, ইতোমধ্যে হাজার ভক্ত বিমানবন্দরে উপস্থিত হবে এটা নিশ্চিত হওয়া গেছে। গতকাল যুক্তরাষ্ট্রে ৯ মাস থাকার অভিজ্ঞতার আলোকে শাকিব বলেন, এই ৯টা মাস ছিল অনেকটা অদৃশ্য শেকলে বাধা পড়ে থাকা জীবনের মতো। খেয়াল করেছি, মহান ব্যক্তিরা যখন বড় কিছু করেন, তার আগে এমন বিচ্ছিন্ন থাকেন! তারা যখনই নতুন উপলব্ধি নিয়ে আবার শুরু করেন তখনই তাদের সকাল। দূরদেশে এই সময়ে অনেককে পেয়েছি, যারা আমাকে তাদের পরিবারের মানুষ ভেবে আপন করে নিয়েছে, সাপোর্ট দিয়েছে মানসিকভাবে। মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান।