দর্পণ ডেস্ক : নাটোরে নানা আয়োজনে ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপিত হয়েছে। ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল জনগণ’-এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা কালেক্টরেট অফিসের সামনের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট রহিমা খাতুন, সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.