অনলাইন ডেস্ক : ছবির পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে বলিউড তারকাদের প্রায়ই দেখা যায়। তবে পর্দার বাইরে শারীরিক সম্পর্ক নিয়ে তাদের মনোভাব খুব একটা জানা যায় না। বিশেষ এই সম্পর্ক নিয়ে বাস্তব জীবনেও যে তারা তেমন লজ্জিত নন তা নিজ মুখেই জানিয়েছেন তারকারা।
সম্প্রতি বেশ কিছু সেলিব্রেটি শোতে দেখা গেছে শারীরিক সম্পর্ক নিয়ে বলিউডের তারকারা বেশ খোলাখুলিভাবেই কথা বলছেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক শারীরিক সম্পর্ক নিয়ে বলিউড অভিনেতারা কী বলেছেন-
সম্প্রতি বলিউড প্রযোজক, পরিচালক ও অভিনেতা করণ জোহারের ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে আসেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে শহীদ কাপুর,রণবীর সিং,রণবীর কাপুর শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলতে কোনো রাখঢাক করেননি। সামান্য পরিমান লজ্জাও ছিলো না তাদের মুখে।
বলিউড অভিনেত্রী রেখা শারীরিক সম্পর্ক বিষয়ে বলেন, ‘ভালোবাসা ছাড়া কখনই একজন মানুষের খুব নিকটে যেতে পারবেন না। বিষয়টি অদ্ভুত হলেও সত্য, আমি এখন পর্যন্ত গর্ভবতী হইনি।’ শারীরিক সম্পর্কের প্রতি আসক্তি প্রকাশ করে রেখা বলেন, ‘আমি শুধু নামে একজন অভিনেত্রী নই। বিদ্বেষপূর্ণ অতীত নিয়ে আমার বেশ দুর্নাম আছে।’
একই শোতে বলিউড সুপারস্টার সালমান খান নিজের শারীরিক সম্পর্ক নিয়ে কথা বলে আলোচনায় আসেন।
অভিনেতা রণবীর কাপুর জানান, তার প্রথম শারীরিক সম্পর্ক হয় ১৫ বছর বয়সে। তবে চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে এতো অল্প বয়সে রণবীরের কুমারত্ব হারানোর বিষয়টি কাউকে অবাক করেনি।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এ শাহিদ কাপুর ও অর্জুন কাপুর ‘যৌন সম্পর্ক’ নিয়ে তাক লাগানো জবাব দিয়েছেন। শারীরিক সম্পর্কের জন্য অভিনয় ও খাদ্যও ছেড়ে দিতে ইচ্ছুক এই দুই অভিনেতা। উপস্থাপক করণের এক প্রশ্নের জবাবে অর্জুন বলেন, ‘প্রেমের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শারীরিক সম্পর্ক।’
শারীরিক সম্পর্কের বিষয়ে রণবীর সিং জানান, ১২ বছর বয়সে কুমারত্ব হারান তিনি। শুধু তাই নয়, সব সময় বলিউডের এই উঠতি তারকার পকেটে গর্ভনিরোধকও থাকে।
বিছানায় সম্পর্কের বিষয়ে একদম রাখঢাক করেননি আরেক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তিনি বলেন, ‘আমার জন্য যৌন সম্পর্ক কেবল শারীরিক মিলন নয়, এই সম্পর্কে আবেগ জড়িত।’
বলিউডের মিষ্টি মেয়ে আলিয়া ভাট সম্পর্কের ক্ষেত্রে তার পছন্দের পজিশন সম্পর্কে খোলামেলা জবাব দিয়েছেন করণ জোহরকে।
এদিকে অন্য একটি টক শোতে শাহিদ কাপুর তার স্ত্রী মীরা রাজপুতসহ উপস্থিত হন। অনুষ্ঠানের উপস্থাপিকা নেহা ধুপিয়ার এক প্রশ্নের জবাবে মীরা জানান, শাহিদ বিছানায় ‘নিয়ন্ত্রণহীন’।