দর্পণ ডেস্ক : চীন পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধনে নিজেদের সহায়তা অব্যাহত রাখবে। চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন তথ্য জানানো হয়। বার্তা সংস্থা রয়টার্স ও আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বেইজিং সফরকালে বুধবার এ প্রতিশ্রুতি দেন জিন পিং। দীর্ঘদিন যাবৎ আমদানি ব্যয় মেটানোর জন্য অর্থ সংকটে ভুগছে পাকিস্তান। এরই মধ্যে সাম্প্রতিক বন্যায় দেশটির ৩০ বিলিয়ন ডলারের ক্ষতিসাধন হয়েছে। এ পরিস্থিতিতে চীনের কাছে ঋণ চাইবে পাকিস্তান এমন ধারণা বিশ্লেষকদের। বিশেষ করে প্রায় ২৩ বিলিয়ন ডলার সমপরিমাণ দ্বিপাক্ষিক ঋণ চাইতে পারে পাকিস্তান।
সম্প্রতি চীনের কেন্দ্রীয় ব্যাংক ও স্টেট ব্যাংক অব পাকিস্তান একটি সহযোগিতামূলক স্মারকপত্র স্বাক্ষর করেছে। আন্তঃদেশীয় লেনদেনে চীনা মুদ্রা ব্যবহার সহজ করার জন্য এ স্মারক স্বাক্ষর করা হয়। বুধবার এ তথ্য জানিয়েছে পিপল’স ব্যাংক অব চায়না। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতে শি জিন পিং বলেন, নিজেদের অর্থনৈতিক করিডোর নির্মাণে চীন ও পাকিস্তানের আরও গতিশীলভাবে এগিয়ে যাওয়া উচিত। একই সঙ্গে গোয়াদর সমুদ্রবন্দর নির্মাণে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া আরো ত্বরান্বিত করা প্রয়োজন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.