অনলাইন ডেস্ক :

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলোর চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই চার ম্যাচে আলাদা করে নজর কেড়েছেন এমবাপ্পে এবং কাভানি। দু’জনই করেছেন জোড়া গোল। ওদিকে ডি মারিয়াও গোল পেয়েছেন যিনি খেলেন পিএসজিতে। রিয়াল-বার্সেলোনা খেলোয়াড়রা দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বলতে গেলে কিছুই করতে পারেননি।

স্পেনের দল রিয়াল-বার্সেলোনার খেলোয়াড়ে ভরপুর। অথচ তারা শেষ ষোলোর ম্যাচে একটি গোল পেয়েছে সেটিও আত্মঘাতি গোল। রোনালদো-মেসি ফ্লপ। ক্রোয়েশিয়া যে গোলটি পেয়েছে তা জুভেন্টাস স্ট্রাইকার মানজুকিচের। সে হিসেবে দেখলে দ্বিতীয় রাউন্ডে এগিয়ে পিএসজি তারকারা।

প্যারিসের ক্লাবটির তরুণতম ফরোয়ার্ড এমবাপ্পে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছেন। দেখিয়েছেন দারুণ গতি এবং ফর্ম। এরপর পিএসজি স্ট্রাইকার কাভানি করেছেন জোড়া গোল। রোনালদোকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন তিনি একাই। পিএসজি তারকাদের মধ্যে ঝলক দেখানোর বাকি রইলো নেইমার। এই তিন তারকার আলোয় তো পিএসজি আলোকিত।

কিন্তু নেইমারকে এখনো সেরা ফর্মে দেখা যায়নি। তবে কি এমবাপ্পে-কাভানিকে দেখে মেক্সিকোর বিপক্ষেই জলে উঠবেন ব্রাজিল তারকা? ব্রাজিলের রক্ষণভাগের খেলোয়াড় এবং পিএসজির তারকা থিয়াগো সিলভা মনে করেন, এবার নেইমারের পালা। রাশিয়া এখনো নেইমারকে ঠিক মতো দেখতে পায়নি। কিন্তু মেক্সিকোর বিপক্ষে দলের সেরা তারকা ঝলক দেখাবে বলে আশাবাদী।

তিনি বলেন, ‘আমি যখন পিএসজির অন্য তারকাদের ভালো করতে দেখছি তখন নিজেকে নিজেই বলছি এবার নেইমারের পালা।’ পিএসজির সেন্টার ডিফেন্ডার সিলভা বলেন, ‘পিএসজি খেলোয়াড়রা রাশিয়া বিশ্বকাপে নিজেদের দারুণভাবে উপস্থাপন করছে। আমাদের দলেও নেইমার আছে। নেইমার সেরা ফর্মে থাকলে কি হবে সেটা প্রতিপক্ষের বেশ জানা। আমার মনে হয় নেইমার এবং অন্যরা পিএসজির পারফর্ম করা দেখে দারুণ উৎসাহিত।’

শেষ ষোলোর ম্যাচে ভুল করলে চলবে না বলে উল্লেখ করেন ব্রাজিল তারকা সিলভা। দলের খেলোয়াড়দের কঠোর পরিশ্রম করতে হবে। মেক্সিকো গ্রুপ পর্বে ভালো খেলেছে উল্লেখ করে সিলভা বলেন, ‘এটা কঠিন এক ম্যাচ হতে পারে।’