ঢাকা: প্রতারণার করে অর্থ আত্মসাতের মামলায় অভিনেত্রী জেবা চৌধুরী জয়া ওরফে ফরিদা পারভীনকে পৃথক দুই ধারায় তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মুজাহিদুল ইসলামের আদালত মঙ্গলবার (২৯ আগস্ট) এ রায় দেন।
বুধবার (৩০ আগস্ট) মামলার বাদী অ্যাডভোকেট মাহবুব হাসান রানা রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, প্রতারণার অভিযোগে দণ্ডবিধির ৪২০ ধারায় দুই বছর ও অর্থ আত্মসাতের অভিযোগে দণ্ডবিধির ৪০৬ ধারায় তাকে এক বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেবা চৌধুরী পলাতক রয়েছেন। আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।