অনলাইন ডেস্ক :
লন্ডনে অনুষ্ঠিত ২৫তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর টেরিজা মে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৫ মিনিটের দিকে (বাংলাদেশ সময় ৩টা) লন্ডনের বাকিংহাম প্যালেসে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ পাকিস্তান, অস্ট্রেলিয়াসহ কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা এ সম্মেলনে অংশ নিয়েছেন।