সুবর্না বিশ্বাস
সহকারী শিক্ষক, কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী।
মুক্তিযুদ্ধের মহানায়ক মুজিবুর রহমান,
গেয়ে গেলেন ৭ই মার্চ স্বাধীনতার গান।
তাঁরই কথায় সাড়া দিয়ে করল সবাই পণ,
মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ল রাখতে বাংলার মান।
হাতের কাছে যার যা ছিল তাই নিলো হাতে,
শুকনো খাবার চিড়া- মুড়ি এসব ছিল সাথে
সেনা-সৈন্য, চাকরিজীবী, ছাত্র- শিক্ষক যারা,
স্বাধীনতা কেড়ে আনতে দিল সবাই সাড়া।
গ্রাম -গঞ্জে পাড়ায় পাড়ায় গঠন হলো দল
বঙ্গবন্ধুর ডাকে সবাই দেহে পেল বল।
সেনা- সৈন্য, পুলিশ, আনসার দিল প্রশিক্ষণ,
কেন্দ্র ছিল নদীর চর আর গভীর ঘন বন।
রক্ত দিয়ে জীবন দিয়ে আনলো স্বাধীনতা
মহান তুমি বঙ্গবন্ধু, তুমি জাতির পিতা।
মুক্তিযুদ্ধ, মুক্তি সেনা মোদের অহংকার
তাইতো তাঁদের স্মরণ করি, করবো জীবন ভর।
মুক্তিসেনার বুকের রক্তে স্বাধীন হলো দেশ।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় আমরা আছি বেশ।