জাহিদুর রহমান চৌধুরী সুজন, বড়াইগ্রাম (নাটোর) : নাটোর জেলার বনপাড়া বাইপাসের পাইকারি বাজারে প্রচুর পরিমাণে ড্রাগন ফল আমদানি ও বিক্রি হচ্ছে। শনিবার সরেজমিন বনপাড়া বাইপাস ড্রাগন ফল ক্রয়-বিক্রয় বাজারে গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪৫০ থেকে ৫০০ মণ ড্রাগন ফল আমদানি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ। এ থেকে সরকারের প্রচুর রাজস্ব আসে। এ ব্যবসায়ে কৃষকরা সরকারি আর্থিক সহায়তা পেলে তারা আরও স্বাবলম্বী হবে। এ বিষয়ে আলবারাকা ফল ভান্ডারের মালিক চাষি মুকুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর ৩ বিঘা ড্রাগন আবাদ করে আনুমানিক ব্যয় হয় ৬১২০০৯ টাকা। আায় হয় ১৪ লাখ ১৫ হাজার ২১৯ টাকা। তিনি একজন সফল চাষি। এলাকাতে তার দেখাদেখি ড্রাগন চাষে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে। বনপাড়া বাইপাসে পুরো এলাকা থেকে ড্রাগন আসে। যা ক্রয় করতে বিভিন্ন জেলা থেকে বেপারি আসছেন ফল ড্রাগন কিনতে ।