দর্পণ ডেস্ক : বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ টুর্নামেন্ট শুরু হবে আগামী ২১ জানুয়ারি। ৬ দলের এবারের আসরে খেলাগুলো অনুষ্ঠিত হবে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। টুর্নামেন্টের ফাইনাল ১৮ ফেব্রুয়ারি। টুর্নামেন্টে মোট ম্যাচ হবে ৩৪টি। এবারের আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সোমবার। গতকাল বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রতিটি দলই যেকোনো ক্যাটাগরি থেকে একজন দেশি খেলোয়াড়কে সরাসরি সই করাতে পারবে। এছাড়া প্রতিটি দল ন্যুনতম ১০ জন ও সর্বোচ্চ ১৪ জন স্থানীয় খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে। তবে ‘সরাসরি’ সই করানো একজন ছাড়া বাকি স্থানীয়দের নিতে হবে সোমবারের ড্রাফটের মাধ্যমে। প্রতিটি দল ন্যুনতম তিনজন ও সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় সই করাতে পারবে। প্রতিটি দলের একাদশে তিনজন করে বিদেশি রাখা যাবে। এবার চ্যাম্পিয়ন দল ১ কোটি ও রানার্সআপ ৫০ লাখ টাকা প্রাইজমানি পাবে। এবারের আসরে ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা ৭৫ হাজার ডলার, ‘বি’ ক্যাটাগরিতে ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরিতে ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরিতে ২০ হাজার পারিশ্রমিক পাবে। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা ও সিলেটের ছয়টি দল।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.