দর্পণ ডেস্ক : দুজন টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের অধিনায়ক। অন্যজন বাংলাদেশের সফলতম অডিআই ক্যাপ্টেন। বলছি মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার কথা। যারা বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অষ্টম আসরে মাঠ মাতাবেন ঢাকার হয়ে। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ বিপিএল। এর আগে ডিরেক্ট সাইনিং এবং প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে ক্রিকেটার বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। যেখানে বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের তিনজনই মাঠ মাতাবেন ঢাকার হয়ে। প্লেয়ার্স ড্রাফটের আগেই ডিরেক্ট সাইনিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভেড়ায় ঢাকা। এরপর ড্রাফটে তামিম ও মাশরাফিকে দলে টানে দলটি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্দেশনা অনুসারে প্রতিটি দল ১জন করে দেশি খেলোয়াড়কে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিতে পারবে। সৌম্য সরকারকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছিল ঢাকার ফ্র্যাঞ্চাইজি রুমা ও মার্ন গ্রুপ। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করতে না পারায় শেষ মুহূর্তে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি স্বত্ব হারায় গ্রুপটি। আর নতুন ফ্র্যাঞ্চাইজির পছন্দ সৌম্য নয়; মাহমুদুল্লাহ। মাহমুদুল্লাহ ছাড়া বিপিএলের ড্রাফটের আগে দল চূড়ান্ত হয়েছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমেরও। দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং নাসুম আহমেদ। ‘এ’ ক্যাটাগরি থেকে সাকিব আল হাসানকে নিয়েছে বরিশাল। মুশফিককে দলভুক্ত করেছে খুলনা। মোস্তাফিজকে ভিড়িয়েছে কুমিল্লা, তাসকিন সিলেটে। ‘বি’ ক্যাটাগরি থেকে বাঁহাতি স্পিনার নাসুমকে নিশ্চিত করেছে চট্টগ্রাম। এছাড়া বেশ কজন বিদেশি ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে দলগুলো। ড্রাফটের বাইরে একজন দেশি ও তিনজন পর্যন্ত বিদেশি সরাসরি দলে নেয়ার সুযোগ রয়েছে এবার।