মোহাম্মদ জয়নুল বারী- ফাইল ছবি

বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ তাকে ৩ বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

রাষ্ট্রপতির আদেশে উপসচিব মো. জাহিদ হোসেনের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে তার অবসরোত্তর ছুটির অবশিষ্টাংশ বাতিল এবং অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিন বছর মেয়াদে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।

এতে বলা হয়, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্ত সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ হবে।

এর আগে মঙ্গলবার আইডিআরএর চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আলোচিত এম মোশাররফ হোসেন। অনিয়ম, দুর্নীতির নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।