এ্যাডঃ মোঃ রেজাউল করিম মিঞা

এম কম, এলএলবি, এমবিএ

সোনালী ফুলগুলো অপরূপ সাজে ঝুলে আছে গাছের ডালে

ফাঁক দিয়ে উঁকি মারছে কালো মেঘের ভেলা,

নদীতে সারি সারি নৌকা চলছে, মুখরিত মাঝির গান

মিলে একাকার সেই চির চেনা দিপ্ত যুবক-যুবতীর প্রাণ

অপেক্ষা তোমার কখন যাবে ফুলতলা

হারানো সূতা দিয়ে গেঁথে রেখেছি দু’জন, ঝড়া ফুলের মালা

সন্ধ্যা ঘনিয়ে আসছে, কখন ফুরিয়ে যাবে আনন্দের খেলা

পাখিরা যাবে ফিরে নীড়ে, থামবে কোলাহল, আনন্দের মুখরিত গাছতলা

যৌবনের দিপ্ত অহংকারে কত অসাধ্য করেছো সাধন

লক্ষ্য ছিল একটাই কোন কিছুতেই যেন ছিড়ে না যায় বন্ধুত্বের বাঁধন

হাজারো স্মৃতি নিয়ে, সেই শৈশব থেকে বৃদ্ধ বয়সেও চলেছি বয়ে

চাতকের মত পথপানে চেয়ে বসে আছি, আসবে বলে

পৃথিবীটা আজ বড় ক্লান্ত, হতাশায় মাঝে মধ্যে ঘুমিয়ে পড়তে চায় মায়ের কোলে।।

গাছটি বয়সের ভারে নুয়ে পড়েছে, তবুও হার মানছেনা, ওরাও আর পারছে না

আশায় বুক বেঁধে পরন্ত বিকেলেও চলছে বুড়ো-বুড়িদের সাজগোছ

তবুও দু’জনার আকুতি, কানাই নাটি গাছের তলে, এস কিন্তু রোজ রোজ।।