ছবিঃ অন্তর্জাল (প্রতীকী)

আমি ওদেরকে তোমার কথা বলিনি,
কিন্তু ওরা তোমাকে দেখেছে আমার চোখের ভেতরে স্নান করতে,
আমি ওদেরকে তোমার কথা বলিনি,
কিন্তু ওরা তোমাকে দেখেছে আমার লেখার শব্দমালার মধ্যে।
ভালোবাসার সুগন্ধিকে কখনোই লুকিয়ে রাখা যায় না।