মাতৃভাষায় অনুভূতি প্রকাশ কার্যক্রমের বিজয়ীদের পুরস্কার বিতরণ করেছে এলজি ইলেকট্রনিক্স। ২৪ ফেব্রুয়ারি এলজি বাংলাদেশ হেড অফিসে ‘মাতৃভাষায় প্রকাশ হোক সব অনুভূতি’ কার্যক্রমের পুরস্কার বিতরণ করা হয়।
এ কার্যক্রমের মাধ্যমে এলজি ইলেক্ট্রনিক্স এর মূল উদ্দেশ্য ছিল প্রতিটি মানুষকে তার নিজ অঞ্চলের ভাষায় ভাব প্রকাশে উদ্বুদ্ধ করা এবং একই সাথে তাদের মাতৃভাষা তথা নিজ অঞ্চলের ভাষার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা উজ্জীবিত করা।
এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য অংশগ্রহণকারীর মধ্য থেকে এলজি কর্তৃপক্ষের সামগ্রিক পর্যালোচনায় তিন প্রতিযোগীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি