জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপনকে স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্র যুবলীগ নিউইয়র্কে আয়োজন করবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ইউএসএ'(টি-১০) ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধন হবে ২৯ মে।
আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ ইউএসএ'(টি-১০) ক্রিকেট টুর্নামেন্ট ও মুজিববর্ষ উদযাপনের বিষয়ে রোববার জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার যুব সমাজকে মাদক থেকে ক্রীড়াঙ্গনে, অস্ত্র ছেড়ে শিক্ষায় ফিরিয়ে বিপ্লব ঘটিয়েছেন। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র যুবলীগ বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ও জাঁকজমকভাবে জন্মশতবার্ষিকী উদযাপনের মাধ্যমে প্রবাস প্রজন্মের সামনে বঙ্গবন্ধুকে ধরার প্রয়াস নিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর ডা. মাসুদুল হাসান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাইকুল ইসলাম ও যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের কার্যকরী কমিটির সদস্যরা।