গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ হলেও খেলাটি আজ অনেকটা বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছে আর্জেন্টিনার জন্য। কারণ প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে বড় জয়ের লক্ষ্যে মাঠে নামলেও মেসি বাহিনীকে শেষ পর্যন্ত খুশি থাকতে হয়েছে ‘হারের সমান’ ড্র’তে। আর্জেন্টিনার ফুটবল ভক্তরা তাই আজ তাকিয়ে থাকবেন ফুটবল যাদুকর লিওনেল মেসির দিকে। কারণ মেসি জ্বলে উঠলে যে কারো বিপক্ষে ম্যাচ জেতার সামর্থ্য রয়েছে দলের। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে খেলাটি। সারা দুনিয়া জুড়ে আর্জেন্টিনার অগণিত সমর্থক, ভক্ত। মেসিদের ভালোবাসে এমন মানুষের সংখ্যা গুনে শেষ করা যাবে না। নীল-সাদা দলটির জন্য থাকবে কোটি ভক্তের প্রার্থনা আর ভালোবাসা। আর্জেন্টিনাকে টিকে থাকতে হলে জিততে হবে। আর যদি নাও জেতে তাহলে আর্জেন্টিনার আশা শেষ হয়ে যাবে একথা এখনই বলা যাচ্ছে না। ২৬ জুন নাইজেরিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে বড় জয় এবং গ্রুপের অন্য দলগুলোর খেলার ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে তখন। অংকের হিসাব এখনও অনেক বাকি। কিন্তু এসব জটিল অঙ্কের মুখোমুখি হতে চায় না আর্জেন্টিনার সমর্থকরা। পরের খেলাতে জিতেই শেষ ষোলর পথ উন্মুক্ত করতে চায় তারা। আর্জেন্টিনার ভক্তদের একটা বড় অংশ এরই মধ্যে নিজনি ভইগ্রাদে পৌঁছেছে। উত্তেজনা দেখলে বোঝার উপায় নেই তাদের আর্জেন্টিনা বিপদে আছে। নারী-পুরুষ, তরুণ-তরুণী সবাই উত্সবে মেতেছেন। প্রত্যেকের হাতে হাতে বিয়ারের মগ। স্টেডিয়াম এলাকার দোকানগুলোতে ভিড়। খাওয়া-দাওয়া করছেন আর উচ্চস্বরে ঢোল বাজনা বাজাচ্ছেন। সেলফি তোলা, ভিডিও চ্যাট, আরো কতো কি। যারা মন খারাপ করে আছেন তাদের চাঙ্গা করছেন বুয়েন্স আইরিস থেকে আসা এক দর্শক, নাম তার লিবারো কোলম্যান। আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে মেসি যখন পেনাল্টি শট মিস করলেন, ৮৬ বিশ্বকাপ ঘরে তোলা ম্যারাডোনা আবেগে লাথি মারলেন সামনের কাঁচের দেয়ালে। ড্র ম্যাচ দেখে হনহন করে বেরিয়ে যান তিনি। পরে সমালোচনায় বিদ্ধ করেন কোচ সাম্পাওলিকে। কোচ সাম্পাওলি সবই শুনেছেন। কোনো জবাব দেননি। আজ ডি গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যেমন কঠিন পরীক্ষা, তেমনি কোচ সাম্পাওলিরও পরীক্ষা। অতীত পরিসংখ্যান বলছে, ক্রোয়েশিয়াকে হারানোর অভিজ্ঞতা আছে আর্জেন্টিনার। ৯৮ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে ছিল দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু সেই হিসাবের চেয়ে এখন বড় কথা হচ্ছে আইসল্যান্ডের কাছে ড্র করার পর আর্জেন্টিনার প্রতিপক্ষ ক্রোয়েশিয়া সুুবিধাজনক স্থানে রয়েছে। ক্রোয়েটরা তাদের প্রথম খেলায় ২-০ গোলে নাইজেরিয়াকে হারিয়ে দারুণ উজ্জীবিত। এটাই তাদের বাড়তি প্রেরণা। কিছুটা প্রতিকূল অবস্থায় থেকে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনা মাঠে নামলেও কোটি কোটি ফুটবলপ্রেমীর প্রত্যাশা মেসি জাদুতেই দূর হবে সব বাধা।