বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে এমন চিত্র।
রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর, ফার্মগেট, শাহবাগ ও পল্টনে দেখা যায়নি যানবাহনের চাপ। মহাখালী, কুড়িল, বিমানবন্দর সড়কেও নেই যানজট। কাউকে অপেক্ষা করতে হয়নি ঘণ্টার পর ঘণ্টা। বাড্ডা, রামপুরা এলাকায় যানবাহনের চাপ থাকলেও ছিল না যানজট। গাড়ির চাপ নেই সাতরাস্তা, মগবাজার, কাকরাইল এলাকায়ও।
বাড্ডায় দায়িত্বরত ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. দেলোয়ার হোসেন বলেন, গুলশান-বাড্ডা এলাকায় যানবাহনের চাপ তেমন নেই। থেমে থেমে গাড়ি চলছে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আমরা তৎপর আছি।
বনানী এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মো. মাহমুদুল হক বলেন, ঢাকা সিটির কোনো যানজট নেই। তবে রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার পথে যানবাহনের সামান্য চাপ আছে।