ফাইল ফটো

সোমবার প্রকাশিত ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’ বলছে, বাংলাদেশিরা গত বছর শুক্রবারে সবচেয়ে বেশি তাদের ব্যক্তিগত জিনিস উবারে ভুলে ফেলে গেছেন। বিকেল ৪টার দিকে তাদের এই প্রবণতা সবচেয়ে বেশি দেখা গেছে। শুক্র ও রোববার তারা ফোন হারিয়েছেন বেশি। গত বছর হারানোর তালিকার শীর্ষে ছিল ফোন, ক্যামেরা, হেডফোন ও চাবি। তালিকায় এর পরপরই ছিল ওয়ালেট ও ছাতা। 

উবারের বাংলাদেশ ও পূর্ব ভারত প্রধান আরমানুর রহমান বলেন, চলার পথে গাড়িতে কিছু হারিয়ে ফেললে কেমন উৎকণ্ঠার অনুভূতি হয়, সেটা আমরা সবাই জানি। যাত্রীদের সুবিধার ব্যাপারে উবার সবসময় মনোযোগী। তাদেরকে উবারের ইন-অ্যাপ অপশন এবং হারানো জিনিস কী করে ফেরত পাওয়া যায় সে ব্যাপারে জানানোর জন্য ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’ একটি মজার কিন্তু শিক্ষামূলক উপায়। যাত্রীরা যদি গাড়িতে কিছু হারিয়ে ফেলেন বা ভুলে যান, একটা বাটন ট্যাপ করেই তারা তা রিপোর্ট করতে পারেন। গাড়ি থেকে নামার আগে সব কিছু নিয়ে নামতে ভুলবেন না। যদি ভুল করে কিছু ফেলেও যান, কীভাবে তা ফিরে পাবেন সেটাও জেনে রাখুন।

বাংলাদেশে উবারের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড ইনডেক্স’ থেকে প্রাপ্ত তথ্যের সারাংশ এখান তুলে ধরা হলো-

যাত্রীরা সবচেয়ে বেশি যে ৫টি জিনিস উবারে ভুলে রেখে গেছেন 

* ফোন/ক্যামেরা।

* হেডফোন/স্পিকার।

* চাবি।

* টাকা। 

* ছাতা।

সপ্তাহের যে দিন যাত্রীরা সাধারণত জিনিসপত্র ভুলে ফেলে যান

* শুক্রবার। 
 
বছরে যে ৫টি দিন সবচেয়ে বেশি পরিমাণ জিনিস ভুলে ফেলে যাওয়া হয়েছে -ঘটনার সংখ্যার ভিত্তিতে 

* মার্চ ৩০, ২০২২।

* জুন ১৯, ২০২১।

* মার্চ ২৫, ২০২২।

* মার্চ ২৮, ২০২২।

* নভেম্বর ১৮, ২০২১। 

যেসব জিনিস সপ্তাহের বিভিন্ন দিনে বেশি হারিয়েছে 

* যাত্রীরা মোবাইল ফোন বেশি হারিয়েছেন শুক্র ও রোববার। 

* যাত্রীরা হেডফোন বেশি হারিয়েছেন শনিবার।  

* যাত্রীরা টাকা বেশি হারিয়েছেন সোমবার। 

* যাত্রীরা ব্যাগ/ব্যাকপ্যাক বেশি হারিয়েছেন বৃহস্পতিবার। 

দিনের যে ৩টি সময়ে যাত্রীরা বেশি জিনিস হারিয়েছেন

যাত্রীরা বিকেল ৪টায় বেশি ভুল করে থাকেন। এ ছাড়া দুপুর ১২টায় এবং দুপুর ২টায় ভুল করে জিনিসপত্র রেখে যাওয়ার প্রবণতা বেশি দেখা গেছে। 

 

‘লস্ট আইটেম’ ফেরত পাওয়ার উপায় 

* প্রথমে ‘মেন্যু’তে যান।

* ‘ইয়োর ট্রিপস’ অপশনে ক্লিক করুন এবং যে ট্রিপে আপনার জিনিসটি হারিয়ে গেছে তা সিলেক্ট করুন।

* ‘রিপোর্ট অ্যান ইস্যু উইথ দিস ট্রিপ’ অপশনে ক্লিক করুন।

* ‘আই লস্ট অ্যান আইটেম’ অপশনে ক্লিক করুন।

* কন্ট্যাক্ট মাই ড্রাইভার অ্যাবাউট আ লস্ট আইটেম’ অপশনে ক্লিক করুন।

* স্ক্রোল করে নিচে নামুন এবং আপনার সঙ্গে যোগযোগ করা যাবে এমন একটি ফোন নম্বর লিখুন। সাবমিট অপশনে ক্লিক করুন। 

* যদি নিজের ফোন হারিয়ে যায় তাহলে আপনার বন্ধুর ফোন নম্বর ব্যবহার করুন। এটি করার জন্য আপনাকে কম্পিউটার বা বন্ধুর ফোন থেকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। 

* আপনার ফোন বেজে উঠবে এবং আপনার চালকের মোবাইল নম্বরের সঙ্গে আপনাকে সরাসরি যুক্ত করে দেওয়া হবে।

* যদি চালক ফোন ধরেন এবং নিশ্চিত করেন যে আপনার জিনিসটি পাওয়া গেছে, সেটি ফিরিয়ে নিতে উভয়ের জন্য সুবিধাজনক একটি সময় ও স্থান নির্বাচন করুন।

* যদি চালকের সঙ্গে যোগাযোগ করতে না পারেন, তাহলে হারানো জিনিস রিপোর্ট করার জন্য ‘ইন-অ্যাপ সাপোর্ট’ ব্যবহার করুন। উবারের সাপোর্ট টিম আপনাকে সাহায্য করবে।