বৃহস্পতিবার সকালে শেরপুর শহরের খরমপুর মহল্লায় বিভিন্ন চামড়া ক্রয়কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য সচিব বলেন, সরকার গত কয়েক বছরের তুলনায় এ বছর চামড়া ব্যবস্থাপনা খুবই ভালো রেখেছে। দামও অন্যান্য বছরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। চামড়া যাতে অবৈধ পথে বিদেশে চলে না যায় সেজন্য সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশনসহ শহরের বিভিন্ন চামড়া ব্যবসায়ী এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।