গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর ১২ নম্বর সিরামিক রোড থেকে বুধবার রাতে চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে পল্লবী থানা-পুলিশ।
এ সময় ১০ টাকা মূল্যের ২২ হাজার ৬০০ টি জাল রেভিনিউ স্ট্যাম্প ও ১০ টাকা মূল্যের ৪ হাজারটি কোর্ট ফি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার চক্রের ৩ সদস্যের বিরুদ্ধে পল্লবী থানায় একটি মামলা হয়। আসামিরা হলেন- মো. জসিম মাতবর , রফিকুল ওরফে তোতা ও মো. বিল্লাল। এর মধ্যে আসামি বিল্লাল পলাতক রয়েছেন।
পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে জাল রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি বিক্রির সঙ্গে জড়িত। অবশেষে এদের ধরতে সক্ষম হয়েছি।
তিনি আরো বলেন, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এরা দেশের ক্ষতি করছে। চক্রের অন্য সদস্যদেরও গ্রেফতারে অভিযান চলছে।