অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে ‘নটি ফিফা’ হ্যাশট্যাগেই মাতাচ্ছেন দেশের বিতর্কিত মডেল। বিশ্বকাপ শুরু হওয়া থেকেই নিজের দুষ্টুমি জারি রেখেছেন তিনি।

রোনাল্ডো, মেসি-র বিদায় ঘটে গিয়েছে। নেমাররাও শেষ ষোলোয় নামছেন সোমবার। তার আগে রবিবারে নামল ইনিয়েস্তাদের স্পেন। মহারণের আগেই বিশ্বকাপের উত্তাপ বাড়িয়ে দিলেন পুনম পাণ্ডে। তিনি জানিয়ে দিলেন, রাশিয়া-স্পেন ম্যাচে যতবারই গোল হবে ততবারই দুষ্টুমি করবেন তিনি।

বিশ্বকাপে ‘নটি ফিফা’ হ্যাশট্যাগেই মাতাচ্ছেন দেশের বিতর্কিত মডেল। বিশ্বকাপ শুরু হওয়া থেকেই নিজের দুষ্টুমি জারি রেখেছেন তিনি। প্রথমে যে ভিডিও পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল, তিনি নিজেই অন্যের হাত টেনে আনছেন নিজের বক্ষ যুগলের উপরে। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক।

এর আগে দোল কিংবা ক্রিসমাসের উত্তাপ বাড়িয়েছিলেন খোলামেলা ছবি পোস্ট করে। তা নিয়েও বিতর্ক মেটার আগেই পুনম জানিয়েছেন, তিনি হলুদ রঙ পছন্দ করেন। হলুদ ব্যাকগ্রাউন্ডের সামনে ছবিও তুলেছেন। ফলে ব্রাজিল যে তাঁর প্রিয় দল, তা নিয়ে সন্দেহ নেই।

তবে বিশ্বকাপের আসল কাণ্ডটি ঘটালেন রাশিয়া-স্পেন ম্যাচের ঠিক ঘণ্টাখানেক আগে। তিনি জানিয়ে দিলেন, স্পেন-রাশিয়া ম্যাচে যতবারই বল জালে জড়াবে ততবারই ভক্তদের দুষ্টুমিভরা উপহার দিতে কার্পণ্য করবেন না তিনি। ক্যামেরার সামনে কার্যত নিজের বক্ষের মোহময়ী প্রদর্শনী তুলে ধরেছেন তিনি।

তবে তিনি ঠিক কি করবেন, তা নিয়ে সাসপেন্স রয়েই গিয়েছে। তাই ইসকো-আকিনভরা যখন মাঠ কাঁপাবেন, তখন দর্শকরা নজরে রাখবেন পুনমের দিকেও। কারণ, উপহার মিললেও যে মিলতে পারে।