অনলাইন ডেস্ক : অবাক চোখে বিশ্ববাসী দেখল ফুটবলের উত্তেজনা, রোমাঞ্চ। এতটা আকর্ষনীয় আর উত্তেজনা হয়ত দর্শক কল্পনাও করেনি। খেলা শেষ হওয়ার মুহুর্তে পরপর দুই গোল! সত্যিই এরকম ইতিহাস আবার কবে রচিত হবে তা বলা মুশকিল। খেরা শুরুর আগেও সবাই সৌদি আরবকেই আজকের জযী হিসেবে এগিয়ে রেখেছিল।


বিশ্বকাপ ২০১৮ এর শুরুটা পুরোপুরি রাশিয়ার । মৈষ দুই মিনেটে ৫ম ও ৪র্থ গোল, ৭২ মিনিটে ৩য় গোল করে তা সারা বিশ্বের ফুটবল প্রেমিদের জানান দিল। ৪৪ মিনিটে ২য় এবং ১১.৪৫ মিনিটে ১ম গোল করে।

রাশিয়া বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হয়েছে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব।

রাশিয়া একাদশ
গোলরক্ষক: ইগর আকিনফিভ
রক্ষণভাগ: মারিও ফারনান্দেস, সের্গেই ইগনাশেভিচ, ইলিয়া কুতেপভ
মধ্যমভাগ: ইউরি গাজিনস্কিয়ি, আলান জাগোয়েভ, রোমান জোবনিন, আলেক্সান্দর গোলোভিন, ইউরি ঝিরকভ, আলেক্সান্দর সামেদভ
আক্রমণভাগ: ফেদর স্মলভ।

সৌদি একাদশ

গোলরক্ষক: আবদুল্লাহ আল মাইয়ুফ।
রক্ষণভাগ: মোহাম্মদ আল বোরায়েক, ওমার হাউসাবি, ওসামা হাউসাবি, আল শাহরানি।
মধ্যমভাগ: আবদুল্লাহ ওতাইফ, সালেম আল দাউসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসিম, ইয়াহিয়া আল শেহরি।
আক্রমণভাগ: মোহাম্মদ আল সাহলাবি।