দর্পণ ডেস্ক : রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ক্রিমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলে তার কৃষ্ণসাগর নৌবহরের প্রধান ঘাঁটিতে ব্যাপক ড্রোন হামলা চালানোর অভিযোগ করেছে। রাশিয়ার কর্মকর্তারা বলেছেন, হামলাটি স্থানীয় সময় শনিবার ভোররাত ৪ টা ২০ এ শুরু হয়। এতে ৯টি আকাশপথের ও সাতটি সামুদ্রিক ড্রোন যুক্ত ছিল। হামলায় অন্তত একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ইউক্রেন স্থানীয় সময় শনিবার দুপুর পর্যন্ত ঘটনার কথা স্বীকার করেনি।
সেভাস্তোপোল শহরের রাশিয়ার বসানো গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেছেন, রাশিয়ার নৌবাহিনী ওই হামলা প্রতিহত করেছে।
রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া গভর্নরের উদ্ধৃতি দিয়ে বলেছে, ফেব্রুয়ারিতে রুশ সেনারা প্রথম ইউক্রেনে প্রবেশের পর থেকে এই হামলা ছিল ‘সবচেয়ে ব্যাপক’।
গভর্নর বলেছেন, সবগুলো উড়ন্ত ড্রোন গুলি করে ধ্বংস করা হয়েছে। এছাড়া কোনো বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি। একটি জাহাজের ‘সামান্য ক্ষতি’ হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। সেভাস্তোপোল হচ্ছে ক্রিমিয়া উপদ্বীপের বৃহত্তম শহর। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়াকে নিজের সঙ্গে সংযুক্ত করে নিয়েছিল। সূত্র: বিবিসি