বিনোদন ডেস্ক:
আড়াই বছর আগে গোপনে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার নায়ক জিয়াউল রোশান। গেল শনিবার বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি।

এবার জানা গেল, রোশানের স্ত্রী তাহসিনা এশা অন্তঃসত্ত্বা। আর বাবা হতে চলেছেন নায়ক রোশান।

রোশানের বাবা হওয়ার খবরটি তার ঘনিষ্ঠজনেরাও নিশ্চিত করেছেন। তারা জানান, রোশানের স্ত্রী তাহসিনা এশা এখন আট মাসের অন্তঃসত্ত্বা। সন্তান জন্মের আগে তাই বিয়ের খবরটি তারা সবার সামনে আনতে চেয়েছেন।

২০২০ সালের ১১ জুন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন রোশান। বিয়ের খবর প্রকাশ্যে আনার একদিন পরই কক্সবাজারে উড়াল দেন রোশান।