এ্যাডঃ মোঃ রেজাউল করিম মিঞা

এম কম, এমবিএ, এলএলবি, আইটিপি

পৃথিবীতে জন্মের পর সন্তানকে দেখে মা তাকিয়ে থাকে,
অনেক কষ্ট ভুলে মা আদর করেন শিশু বাচ্চাকে।
আশায় বুক বেঁধে বিদ্যাপিঠে দেন আদরের সোনামনিকে
পরিবারিক শিক্ষা ও বিদ্যাপিঠে আসা-যাওয়া
শিক্ষকের জ্ঞান ও ক্লাসের বই পড়ে বিদ্যা অর্জন করে
একের পর এক পরীক্ষায় পাশ করে সনদের পাহাড় গড়ে।
লেখাপড়া করে মানুষ চাকুরী, ব্যবসা, কৃষিকাজ বা করে রাজনীতি
এতে করে পেতেও পারে সফলতা যদি থাকে সুনীতি।
সৎ পথে রুজি, ব্যবহারে বিনয়ী, ভদ্র আচরণ,
সেটাও যদি খারাপ হয়, প্রকাশ পায় মূর্খতা বা বর্বরতা
তাহলে অন্য কিছুর সাথে তুলনায় আপনার পার্থক্য কোথায়!
সু-শিক্ষায় শিক্ষিতদের এটাই তো বড় বার্তা!
শিক্ষা ও জ্ঞান অর্জনে বয়সের নেই ভেদাভেদ
সৃষ্টিশীল কর্ম দেখে সকলেই নিবে দীক্ষা।
জ্ঞান শুধুই বাড়ে যদি হয় আদান-প্রদান
তোমার শিক্ষা, জ্ঞান বা সুন্দর ব্যবহার হতে পারে
পরিবার, সমাজ বা রাষ্ট্রের বড় বড় সমস্যার সমাধান
বিচক্ষণ ব্যক্তিরাই তো হয়েছে অনেক বড়, এমনকি রাষ্ট্র প্রধান!