অনলাইন ডেস্ক :
আবারো আহত হলেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন হলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘কোয়েন্টিকো’র শুটিংয়ে। আর কোয়েন্টিকোর শুটিং সেটেই তিনি আহত হয়েছেন।

কোয়েন্টিকো কর্তৃপক্ষ জানিয়েছেন, একটি মারকুটে দৃশ্যে অভিনয় করতে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। তবে এই অভিনেত্রী নিজেও এ খবর প্রকাশ করেছেন নিজের টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে।

PRIYANKA

@priyankachopra
I actually hurt my knee filming this! I had to have a physiologist on set with me and my knee wrapped for the next 3 weeks #AlexIsBack #Quantico @QuanticoTV

8:42 AM – Apr 27, 2018
2,034
258 people are talking about this
Twitter Ads info and privacy

টুইটে এই অভিনেত্রী লেখেন, ‘কোয়েন্টিকোর শুটিং করতে গিয়ে আমি আমার হাঁটুতে আঘাত পেয়েছি। এ রকম দুর্ঘটনা মোকাবেলার জন্য আমাদের সেটেই একজন চিকিৎসক থাকেন। আমার হাঁটু পরের তিন সপ্তাহের জন্য ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।’