সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, ভোলা, হাতিয়া, চরফ্যাশন, ভেতুয়া, মনপুরা ও বরগুনাগামী লঞ্চগুলোতে যাত্রীর চাপ সবচেয়ে বেশি।
পদ্মাসেতুর কারণে কিছুদিন আগেও লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি ছিল স্বাভাবিক সময়ের মতো। তবে বৃহস্পতিবার ও শুক্রবার লঞ্চযাত্রীদের চাপ বেড়েছে। দেখে মনে হয়, লঞ্চ টার্মিনাল চিরচেনা রূপ ফিরে পেয়েছে।
সদরঘাটে একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, যাত্রীর চাপ বেশি হলেও অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে না। তবে কেবিনের জন্য যাত্রীভেদে কিছু টাকা বেশি নেয়া হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করেছেন।
সদরঘাটের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম-পরিচালক মো. আলমগীর বলেন, এবার অন্যবারের তুলনায় এবার লঞ্চঘাটে যাত্রীর চাপ অনেকটাই কম। আমাদের লঞ্চঘাটে দুই লাখের মতো যাত্রীবহন সক্ষমতা আছে।
তিনি বলেন, আগে ঈদের সময় যাত্রীর চাপ অনেক বেশি থাকতো, এমনকি যাত্রীর সংখ্যা পাঁচ লাখও ছাড়িয়ে যেতো। দুর্ঘটনাও ঘটতো বেশি। এবার যাত্রীর চাপ কম থাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না বলে আশা করছি।