কুষ্টিয়া: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি সমাবেশ করতেই পারে। সেই অধিকার তাদের আছে।
কিন্তু সমাবেশের নামে কেউ যদি বিশৃঙ্খলা বা নাশকতা করে তা কঠোরভাবে দমন করা হবে। কেউ সমাবেশের নাম করে বিশৃঙ্খল আচরণ করবে এটি বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপির সমাবেশ প্রসঙ্গে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের আগমন এবং আসন্ন জাতীয় নির্বাচন আবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক করতে তাদের চাওয়া প্রসঙ্গে হানিফ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর সরকার। আমাদের চাওয়া আর বন্ধুদের চাওয়াতে তো কোনো পার্থক্য নেই। এখানে কোনো চাপের বিষয় বা অন্য প্রসঙ্গ আসতে পারেনা। কারণ আমরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধ পরিকর।