দর্পণ ডেস্ক : গতকাল রোববার সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, রক্তদান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দরিদ্রদের মাঝে ত্রাণ ও খাবার বিতরণ করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

গোপালগঞ্জ : টুঙ্গিপাড়ায় সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন । গতকাল রোববার সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা পাঠ, দোয়া ও বিশেষ মোনাজাত করেন। এ সময় তিন বাহিনীর একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। পরে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জানান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান, মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম ও সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ নেতারা উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসনের পক্ষে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা জানান।

ফরিদপুর : শহরের অম্বিকা হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআইয়ের পরিচালক ড. যশোদা জীবন দেবনাথ, বিসিআইয়ের পরিচালক মো. খায়ের মিয়াসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বাগেরহাট : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণকালে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, পুলিশ সুপার কেএম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়া আওয়ামী লীগের আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, সহ-সভাপতি আকবর আলী মর্জি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খোদেজা নাসরিন আক্তার হোসেন, সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক উমা সেন প্রমুখ বক্তৃতা করেন।

মাগুরা : শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলামসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতারা। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অন্যদিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার

মেহেরপুর : জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা চেয়ারম্যান ইয়ারুল ইসলাম প্রমুখ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ঝিনাইদহ : শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক মজিবর রহমান, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস প্রমুখ।

যশোর : ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিনব্যাপী কর্মসূচিতে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রক্টর ড. সেলিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

বগুড়া : জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক জিয়াউল হক, জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এছাড়া জেলা পরিষদ চত্বরে স্থায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সিরাজগঞ্জ : কালেক্টরেট কার্যালয়ের সামনে প্রথমে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা ও দায়রা জজ, নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিভিল সার্জন ডা. রামপদ রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

ঠাকুরগাঁও : জেলা ও দায়রা জজ আদালতের আয়োজনে গতকাল ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এনতাজুল হক প্রমুখ।

নওগাঁ : শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক হারুন অর রশিদ। পরে জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ পৌরসভা, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, সিভিল সার্জন, খাদ্য বিভাগ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অল রশীদের নেতৃত্বে একটি শোক র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জয়পুরহাট : দেশব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমের ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার। এ উপলক্ষে জয়পুরহাটে পিডব্লিউডির কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান, উপবিভাগীয় প্রকৌশলী হাবিবুল্লাহ এহসান, সহকারী প্রকৌশলী মশিউর রহমান, উপসহকারী প্রকৌশলী তসিকুল আলম প্রমুখ।

ঝালকাঠি : জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতারা।

বরিশাল : বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন । বরিশাল সদর আসনের এমপি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুকের পক্ষে বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সেখানে শ্রদ্ধা নিবেদন করেন।
অন্যদিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুমিল্লা : নগরীর কান্দিরপাড় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রেলপথমন্ত্রী মুজিবুল হক এমপি, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, সাজ্জাদ হোসেন স্বপন প্রমুখ। নগর উদ্যানসংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন, সংরক্ষিত নারী আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমা, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ প্রমুখ। নগরীর নজরুল এভিনিউ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজল খান। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সফিকুল ইসলাম শিকদার, গোলাম ফারুক, মাসুদ সালাহউদ্দিন, পাপন পাল প্রমুখ।

চাঁদপুর : পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিভিন্ন সরকারি অফিসের প্রধানসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা। জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী পুষ্পস্তবক অর্পণ করেন।

লক্ষ্মীপুর : জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার প্রমুখ।

ময়মনসিংহ : ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাস শাখা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলাম বাবু বক্তব্য দেন। বিকালে ‘সুবর্ণ স্বাধীনতায় মুজিবশতক: বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক অনলাইন মুক্ত আলোচনা সভায় মূল বক্তা ছিলেন নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম। সন্ধ্যায় ‘সুবর্ণ স্বাধীনতায় বাংলাদেশে মুজিববর্ষ ও শোকের মাসে স্মরণসভা’ শীর্ষক অনলাইন আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

শেরপুর : ঝিনাইগাতী উপজেলার নকশী বিওপিতে দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অ্যাডজুট্যান্ট (সহকারী পরিচালক) মোহাম্মদ ইউনুস। এ সময় অন্যদের মধ্যে বিজিবি নকশী বিওপির কোম্পানি কমান্ডার মো. ওমর ফারুক, হাবিলদার মো. রফিক মিয়া, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইল : জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । পরে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সঞ্জতি কুমার রায়। এর পরই জেলা আওয়ামী লীগ, টাঙ্গাইল পৌরসভা, টাঙ্গাইল প্রেস ক্লাব, যুবলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।