দর্পণ ডেস্ক : কিছু কিছু দ্রব্য কিনার সময় প্যাকেটের ভিতর এক ধরণের ছোট ছোট সাদা প্যাকেট পাওয়া যায়। সেসব প্যাকেট এর গায়ে লিখা থাকে, ‘শিশুদের থেকে দূরে রাখুন’, ‘খাওয়া নিষেধ’ এই জাতীয় সতর্কবার্তা। আসলে এই ছোট ছোট সাদা প্যাকেট গুলোকে ‘সিলিকা জেল’ বলা হয়। এর কাজ হল আর্দ্রতা শুষে নিয়ে শুষ্কতা বজায় রাখা।
সিলিকা জেলের অন্যান্য ব্যবহার-
১) ধাতব জিনিসপত্রকে মরচের হাত থেকে বাঁচানোর জন্য খুবই কার্যকর এই সিলিকা জেলের প্যাকেট। যেমন, দাড়ি কামানোর সেফটি রেজার বা ব্লেড সিলিকা জেলের প্যাকেটের সঙ্গে মুড়ে রাখলে সেটি অনেকদিন চলবে। রুপো বা অন্য কোনও ধাতুর তৈরি গয়নাও এই কৌশলে রাখতে পারলে সেগুলি একদম নতুনের মতো থাকবে।
২) ওষুধপত্রকে ঠিকঠাক রাখতে সিলিকা জেলের প্যাকেট ব্যবহার করা হয়। যে পাত্রে ওষুধ রাখছেন, সেই প্লাস্টিকের শিশি বা কৌটোর ভিতরে একটি বা দু’টি সিলিকা জেলের মোড়ক রাখুন। ঘরোয়া আদ্রতায় ওষুধ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না।
৩) ড্রাই ফুট, যেমন, বাদামভাজা, ছোলাভাজা ইত্যাদির পাত্রে সিলিকা জেলের মোড়ক রাখলে বিশেষ ফল পাওয়া যাবে। তবে খেয়াল রাখতে হবে, সিলিকা জেলের মোড়কগুলি যেন খাদ্যদ্রব্যের সঙ্গে লেগে না থাকে।
৪) অনেকের বাড়িতেই পুরনো ছবি, অ্যালবামে যত্ন করে রাখা সত্ত্বেও ঘরোয়া আর্দতায় নষ্ট হয়ে যায়। ঘরোয়া আর্দতার হাত থেকে পুরনো ছবিগুলিকে দীর্ঘদিন ভাল রাখতে সিলিকা জেলের দু’ একটি মোড়ক ছবির অ্যালবামের সঙ্গে রাখুন।
৫) পানিতে মোবাইল ফোন পড়ে গেলে মোবাইল খুলে, ব্যাটারি বের করে শুকনো করে মুছে ফেলুন। তার পর একটি পলিথিনের প্যাকেটে দু’ চারটে সিলিকা জেলের মোড়কের সঙ্গে মোবাইলটি রেখে দিন। অল্প সময়ের মধ্যেই মোবাইলের ভিতরে জমে থাকা পানি কণা ও আর্দ্রতা শুষে নেবে সিলিকা জেলের মোড়কগুলি।