স্থানীয়রা অস্বাভাবিক এ দৃশ্য নিজেদের মোবাইল ফোনে ধারণ করে সামজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। বিরল এ দৃশ্য চোখের পলকে ভাইরাল হয়।
এ দৃশ্য অবশ্য বিরল। সূর্যের বলয় বা ‘২২ ডিগ্রি বলয়’ প্রায় ২২ ডিগ্রি ব্যাসার্ধে সূর্য বা চাঁদকে ঘিরে থাকা রংধনুর মতো দেখা যায়।
বায়ুমণ্ডলে স্থির থাকা লক্ষাধিক ষড়ভুজ বরফের স্ফটিকগুলোতে সূর্যালোকের প্রতিসরণের কারণে এ বিরল দৃশ্য মানুষের দৃষ্টিগোচর হয় বলে ভারতের স্থানীয় আবহাওয়া কেন্দ্রের পরিচালক বিক্রম সিং বলেছেন।
[wpcc-iframe frameborder=”0″ height=”600″ scrolling=”no” src=”https://www.youtube.com/embed/5H7rWrihxFY” title=”YouTube video player” width=”100%”]