অনলাইন ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক তরুণীকে জোর করে প্রাইভেটকারে তুলে নিয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় ভিডিও মোবাইল ফোনে ধারণ ও ফেসবুকে পোস্ট করার কারণে রাফি আহমেদ নামের ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
রবিবার বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে এ অভিযোগ করেছেন রাফি আহমেদ নিজেই।
শনিবার মধ্যরাতে প্রাইভেটকারে রনি এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করছিলেন। এ সময় বুঝতে পেরে বিক্ষুব্ধ জনতাকে রনি এবং তার গাড়িচালককে বেদম মারধর করে। এসব ঘটনার দৃশ্য মোবাইলে ধারণ ও ফেসবুকে পোস্ট করেন রাফি আহমেদ।
রাফি আহমেদ বলেন, ধর্ষণচেষ্টার ভিডিও ধারণ এবং ফেসবুকে দেওয়ার কারণে তাকে ফোনে এবং ফেসবুকে বিভিন্নভাবে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এজন্য তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।