সৈয়দ হাসান ইমাম আরমান, বিশেষ প্রতিনিধি : র্যাংগ্স ইলেকট্রনিক্স লিমিটেড যা ‘সনি-র্যাংগ্স’ নামে সর্বাধিক পরিচিত, ১৯ জুলাই ২০১৮ ইং দুপুর ০৩.৩০ ঘটিকায় সনি-র্যাংগ্স লালমাটিয়া শো-রুমের প্রাঙ্গণে স্ট্রাইক গোল প্রমোশন -এর ৫টি টয়োটা গাড়ীর ৪র্থ গাড়ীটির সৌভাগ্যবান বিজয়ীর নিকট হস্তান্তর করা হয়।
র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর মাননীয় চেয়ারম্যান জনাব আকতার হোসেন উক্ত ৪র্থ গাড়ীটির ভাগ্যবান বিজয়ী – জনাব শাকিল আহমেদ -এর নিকট হস্তান্তর করেন। অন্যান্যদের মধ্যে, র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর মাননীয় ভাইস চেয়ারম্যান – মিসেস সাচিমি হোসেন; সনি ইন্টারন্যাশনাল লিঃ -এর বাংলাদেশ শাখার প্রধান – মিঃ এলেক্স ই; র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর পিএস টু চেয়ারম্যান মিসেস ফারহানা জাফরীন; র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ -এর জেনারেল ম্যানেজার, মার্কেটিং এন্ড সেল্স – জনাব তানভীর হোসেন; জেনারেল ম্যানেজার, এডমিন – অবসর প্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এইচ. এম. শিবলী ফারুক (পিএসসি); ন্যাশনাল সেল্স ম্যানেজার – জনাব সারওয়ার জাহান চৌধুরী সহ র্যাংগস্ গ্রুপ অব কোম্পানীজ -এর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সংবাদপত্র ও স্যাটেলাইট চ্যানেল -এর সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চলতি স্ট্রাইক গোল প্রমোশন ২০১৮ -এর সব চেয়ে বড় আকর্ষণ হচ্ছে ০৫ টি টয়োটা গাড়ী – এই ০৫ টি টয়োটা গাড়ীর ৪র্থ গাড়ীর সৌভাগ্যবান বিজয়ী হলেন – জনাব শাকিল আহমেদ, কুপন # ৩৯৭৯৪, মোবাইল # +৮৮০১৭১১৯৭১৩২৮, যা বর্তমান স্ট্রাইক গোল প্রমোশন ২০১৮ -এর অধীনে সনি-র্যাংগ্স শো-রুম হতে সনি টেলিভিশন কিনে তিনি এই আকর্ষণীয় গাড়ীটির সৌভাগ্যবান বিজয়ী হন; জনাব শাকিল আহমেদ বর্তমানে ঢাকাস্থ ব্র্যাক ব্যাংক -এর হেড অফিস -এ রিটেইল সেল্স -এ সেল্স ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
৫ম টয়োটা গাড়ীর পরবর্তী “মেগা ড্র” অনুষ্ঠিত হবে আগামী ৩১ আগষ্ট ২০১৮ ইং, যাতে চলতি স্ট্রাইক গোল প্রমোশন ২০১৮ -এর শুরু থেকে শেষ পর্যন্ত – ২৩ মে হতে ২৪ আগষ্ট ২০১৮ ইং পর্যন্ত ক্রয়করা সকল সন্মানিত ক্রেতাবৃন্দ সরাসরি ১৬২৪২ নম্বরে এসএমএস রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় ৫ম গাড়ীর জন্য ড্র -তে অংশ গ্রহণ করতে পারবেন। আর তার মধ্য থেকে নির্ধারিত হবেন একজন সৌভাগ্যবান বিজয়ী। একযোগে দেশব্যাপী সনি-র্যাংগ্স -এর সকল বিক্রয় কেন্দ্রে এই স্ট্রাইক গোল প্রমোশন ২০১৮ -এর অফারের সকল সুযোগ-সুবিধা আগামী ৩১ আগষ্ট ২০১৮ ইং পর্যন্ত কার্যকর থাকবে, যাতে এই অফারের সর্বশেষ টয়োটা গাড়ীটি জয়ের সম্ভাবনা সকলের জন্য উন্মুক্ত আছে। উল্লেখ্য, এই ০৫ টি টয়োটা গাড়ীর ১ম গাড়ীর সৌভাগ্যবান বিজয়ী হিসেবে জনাব নাসিফ করিম, কুপন # ৯৫৬০৭, মোবাইল # +৮৮০১৮১৯২৭১৮০৩ -কে গত ১২ জুন ২০১৮ ইং তারিখে ১ম টয়োটা গাড়ীটি, ২য় গাড়ীর সৌভাগ্যবান বিজয়ী হিসেবে ডাক্তার মোঃ নাজমুল হক সরকার, কুপন # ৯৮৩৫৩, মোবাইল # +৮৮০১৮১৯৪০৭৪৪৪ -কে গত ২৩ জুন ২০১৮ ইং তারিখে ২য় টয়োটা গাড়ীটি এবং ৩য় গাড়ীর সৌভাগ্যবান বিজয়ী হিসেবে জনাব টিটু বণিক, কুপন # ৯৭৬৫৩, মোবাইল # +৮৮০১৮২৩৯২২৪৫৬ -কে গত ০৯ জুলাই ২০১৮ ইং তারিখে ৩য় টয়োটা গাড়ীটি হস্তান্তর করা হয়েছিল।
গত ৩৪ বছর ধরে র্যাংগ্স ইলেকট্রনিকস্ লিঃ অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সাথে বিশ্বখ্যাত