বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে প্রায় চার বছর পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বিজয়। ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে নেয়া হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
এবার ইয়াসির আলি রাব্বির ইনজুরি কপাল খুলে দিয়েছে বিজয়ের। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে রাব্বির বদলি হিসেবে নেওয়া হলো বিজয়কে। অ্যান্টিগায় প্রস্তুতি একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে পিঠের পেশিতে টান লাগে তার। সেই চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন ইয়াসির।
সবশেষ ২০১৪ সালে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন বিজয়। দীর্ঘ আট বছর পর সাদা পোশাকের দলে ফিরে শুক্রবার দেশ ছাড়বেন তিনি। যে কারণে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে তাকে পাবে না বাংলাদেশ। আগামী ২৪ জুন দ্বিতীয় টেস্টের একাদশ বিবেচনায় থাকবেন এনামুল বিজয়।
লাল বলে বিজয়ের ক্যারিয়ার খুবই সংক্ষিপ্ত। সবমিলিয়ে খেলেছেন ৪টি টেস্ট। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি তিনি। ৪ টেস্টে ৯.১২ গড়ে সর্বসাকূল্যে করেছেন ৭৩ রান। সর্বোচ্চ ইনিংস ২২ রানের।